ট্রলারসহ বাংলাদেশি জেলেদের ফেরত দিল মিয়ানমার
টেকনাফ থেকে | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০১:৫৭
বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ফিরে এসেছে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূলে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলে বর্ডার গার্ড। শনিবার (২০ নভেম্বর) রাতে মুক্ত করে দেওয়া হয় এসব জেলেদের।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় মিয়ানমার নৌবাহিনী ৪টি ট্রলারসহ আটক করে রেখেছিল ২২ জেলেকে। পরে বিজিবির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ওই ৪ ট্রলারসহ বাংলাদেশে ফিরিয়ে দেয় জেলেদেরকে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে মিযানমার নৌবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। পরে তারা সেন্টমার্টিন এসে পৌঁছায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় চলে যাওয়ায় এসব জেলেকে আটক করে রাখে মিয়ানমার নৌবাহিনী।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।