ঘোড়াঘাটে আধুনিক জাতের ধান চাষে প্রযুক্তি ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৬:৩২
দিনাজপুরের ঘোড়াঘাটে আধুনিক জাতের ধান চাষে প্রযুক্তি ব্যবহারের উপর উপজেলা কৃষি অফিসের বাস্তাবায়নে উপজেলা পরিষদের আয়োজনে কৃষি অফিস হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল ও কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঘোড়াঘাট কৃষি অফিস হল রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণে ৪০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
আধুনিক জাতের ধান চাষের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পুরো কর্মশালাই বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।