শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঘোড়াঘাটে আধুনিক জাতের ধান চাষে প্রযুক্তি ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৬:৩২

আধুনিক জাতের ধান চাষের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বক্তব্য রাখেন, কৃষিবিদ এখলাছ হোসেন সরকার

দিনাজপুরের ঘোড়াঘাটে আধুনিক জাতের ধান চাষে প্রযুক্তি ব্যবহারের উপর উপজেলা কৃষি অফিসের বাস্তাবায়নে উপজেলা পরিষদের আয়োজনে কৃষি অফিস হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল ও কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ঘোড়াঘাট কৃষি অফিস হল রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণে ৪০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।

আধুনিক জাতের ধান চাষের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পুরো কর্মশালাই বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top