ঘোড়াঘাটে বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ভিত্তি প্রস্থর উদ্বোধন
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৭:২৭
দিনাজপুরের ঘোড়াঘাটে বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস রুমের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে জাপানি সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের এ অবকাঠামো নির্মাণ করা হবে। ভিত্তি প্রস্থর উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মন্ডল।
আরো ছিলেন, সহকারী শিক্ষক নঈম উদ্দিন মোল্লা, আনিসুর রহমান, নূরুন্নবী চৌধুরী, তপন কুমার সরকার, জাকির হোসেন, গোলাম রব্বানী, দুলা মিয়া, সহকারী শিক্ষিকা লাকী বেগম, কামরুন্নাহার বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ঘোড়াঘাট মাল্টিমিডিয়া ক্লাসরুম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।