পাবনায় করোনা আক্রান্ত ৩ শিক্ষক, বন্ধ স্কুল
পাবনা থেকে | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবনার বেড়া উপজেলার রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক। এ ঘটনায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত তিন শিক্ষক হলেন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২), মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮)।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেহানা পারভীন জানান, '১৪ নভেম্বর শামীমা পারভীনকে করোনা পরীক্ষা করানো হয়। ২০ নভেম্বর তার রিপোর্ট পজেটিভ আসে। পরে ১৬ নভেম্বর আরো ৭ শিক্ষককে করোনা পরীক্ষা করানো হয়। ২১ তারিখ তাদের মধ্যে দুই জন করোনা পজেটিভ বলে রিপোট আসে। খবরটি জানাজানি হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। পরে উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।'
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।