চমেকের ৩০ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাস খুলবে ২৭ নভেম্বর
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:১৫
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) চমেক অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জানান, কলেজের ৩০ শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিল সভায় মেয়েদের হল শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা ক্যাম্পাস ২৭ নভেম্বর খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, ২৯ অক্টোবর রাতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পরদিন ৩০ অক্টোবর সকালে কলেজের ফটকের সামনে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।