সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান

হিলি থেকে | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০১:৫৫

দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা সম্মাননা ক্রেস্ট পেলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান

দ্বিতীয় বারের মতো দিনাজপুর জেলার সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা পেলেন হিলি স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন- উর রশিদ। তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে ‘মেসার্স খান ট্রেডার্স’এর স্বত্বাধিকারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম সাক্ষরিত একটি সম্মাননা ক্রেস্ট হারুন- উর রশিদর হাতে তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

উল্লেখ্য, তিনি ২০২০-২০২১ কর বর্ষেও এনবিআরের সেরা করদাতা হয়েছেন। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডে প্রায় কোটি টাকার কর প্রদান করেন। গত বছরেও তিনি সেরা করদাতা হয়েছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top