শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বেগম জিয়ার চিকিৎসার দাবীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০৫:০৫

বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের কাছে স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২৪ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এ্যাড. হাছিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবী করেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top