সারাদেশে কুয়াশা পড়ার আভাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ২৩:২৭
আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে ও সেই সঙ্গে পড়বে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোর থেকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কুয়াশা আবহাওয়া অফিস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।