লক্ষ্মীপুরে শেষ দিনে নৌকার নির্বাচনী ইশতেহার ঘোষণা
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৩:৪৮
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে এসে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার ৩০টি প্রতিশ্রুতি নিয়ে ঘোষণা করেছেন তার নির্বাচনী ইশতেহার।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার ভুঁইয়া মাসুম শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের হ্যাপী রোড এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে মাসুম ভুঁইয়া পৌর এলাকার জলাবদ্ধতা ও যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, রহমতখালী খাল জনস্বার্থ উপযোগী করা, বর্জ্য ব্যবস্থাপনাসহ শহরকে নগরে পরিণত করার নানা উন্নয়নমুখী মোট ৩০টি প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, শাসক নয় জনগণের সেবক হিসেবে পৌরসভাকে সর্বাধুনিক বসবাস উপযোগী করে উন্নত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা চেয়ে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখে নৌকায় ভোট চাইলেন নৌকা প্রতীকের এ প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আব্দুজ্জাহের সাজু, ফরিদা ইছমিন লিকা, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, রুহুল আমিন মাষ্টার, ইসমাইল হোসেন, জহির উদ্দিন বাবর, মো. শাহজাহান, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যান, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভাসহ রায়পুর-রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।