দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

হিলি থেকে | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০২:৫৪

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

ঘন কুয়াশার মাঝে তৃতীয় ধাপে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন নির্বাচনে আজ রবিবার ব্যালট পেপার এর মাধ্যমে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭২ জন ও সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১ লাখ ৪ হাজার ৫২২ জন ভোটার এর মধ্যে মহিলা ভোটার ৫২ হাজার ১৭ ও পুরুষ ভোটার ৫২ হাজার ৫০৯। সকাল ৮ টা থেকে তাদের ভোটাধিকার প্রদান করছেন। বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শীতের সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top