ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী বিমানবন্দরে সতর্কতা জারি
সিলেট থেকে | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০১:৫০
করোনাভাইরাসের নতুন ও ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে সিভিল সার্জন সিলেট।
সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, এই মুহুর্তে ভয়ংকর ধরণ বা ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলি থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে করতে হবে পাশাপাশি সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিনি আরো জানান, শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের বিভিন্ন স্থলবন্দর ভ্রমণ করবেন। যদিও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসে তাহলে তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।