হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০৪:১১
ঢাকার মতো চট্টগ্রাম নগরীতেও গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় জামালখান সড়কে মানবন্ধন এবং জামালখান চেরাগিপাহাড় সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বুধবার সকাল ১১টা থেকে প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এরপর তারা ‘হাফ পাস চাই’, ‘উই ওয়ান্টস জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’, সাবধানে গাড়ি চালান ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন মানবন্ধনে। এসময় ছাত্ররা ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্র/ছাত্রীদের জন্য গণপরিবহনে হাফ পাস চালুর দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, ঢাকায় হাফ পাস চালুর ঘোষণা দেওয়া হলেও চট্টগ্রামে চালু করা হচ্ছে না। এই ধরনের বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঢাকার মতো চট্টগ্রামেও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি জানাচ্ছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চট্টগ্রাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।