সুনামগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭
সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে। খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে পুরাতন কর্ণগাঁও গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ও শশাঙ্ক দেবনাথের মেয়ে সান্ত্বনা দেবনাথ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার মামলা করলে প্রায় দেড়মাস হাজতবাস শেষে জামিনে মুক্তি পায় রাজন বিশ্বাস। সান্ত্বনা তার স্বামীর সঙ্গেই আছে।
সংঘর্ষের আগের দিন রাতে ছেলের ভাই সাজন বিশ্বাস মেয়ের চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রবিবার সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আকরাম আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সুনামগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।