নানা আয়োজনে পালিত হচ্ছে নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস
হিলি থেকে | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০৪:০০
৬ ই ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। বর্ণাঢ্য র্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বর গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে স্মৃতিসৌধ চত্বরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় থানার ওসি(তদন্ত) তাওহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার এখলাছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।