ঘোড়াঘাটে বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬

ঘোড়াঘাটে বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

অনুষ্ঠিত সভায় করোনাকালীন সময়ে যে বিজয় দিবসগুলি সংক্ষিপ্ত আকারে পালিত হয়েছে তা না করে পূর্বের মত জাঁকজমকপূর্ণ ভাবে আগামী বিজয় দিবস পালনের সিদ্ধান্ত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবুর প্রস্তাবে ১৩ ডিসেম্বর ঘোড়াঘাট মুক্ত দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ১৫ ডিসেম্বর মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top