ফকিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা
ফকিরহাট থেকে | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০৬:০৯
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটানি এ প্লাস ক্যাপচুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার।
ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারী কর্মকর্তা দেবরাজ মিত্র। সভায় উপজেলা চিকিৎসা প্রযুক্তিবিদ কামাল হোসেন, সহাকারী স্বাস্থ্য পরিদর্শক সরদার আ. সালাম সহ টিকা কাজে অংশগ্রহণকারী ৮ ইউনিয়নের স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।