নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ নিহত ৪

নীলফামারী থেকে | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৪:২৯

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ নিহত ৪

নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিনজন শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস।

নিহতরা হলো রিকশাচালক রিজোয়ান আলীর তিন শিশু লিমা আকতার (৭), রেশমা খাতুন (৫) ও মমিনুর রহমান (৩) এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক শামীম হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, রেললাইনের ধারে নিহতদের বাড়ি। সেখানে রেল সেতুর সংস্কারকাজ চলছিল। শিশুরা সেতুর ওপর বসে সেতু সংস্কারের কাজ দেখছিল। ওই সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেন সেতুর ওপরে আসে। এ সময় সংস্কার কাজের শ্রমিক শামীম হোসেন শিশুদের বাঁচানোর চেষ্টা করতে গেলে তিনিসহ কাটা পড়ে তিন শিশু।

পরে এলাকাবাসী চিলাহাটি-পার্বতীপুর ওই রেলপথে চলাচলকারী খুলনা মেইল ট্রেনটি আটক করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা রেললাইনের খোলা লেভেল ক্রসিংয়ে গেটম্যানসহ গেট নির্মাণ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায়।

খবর পেয়ে নীলফামারী পলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে ট্রেনটি এক ঘন্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top