চট্টগ্রামে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০০:২০

চট্টগ্রামে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রায় চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে লাগা ওই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. আনিসুর রহমান জানান, ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি দশটি গোডাউন ছিল এখানে। সবগুলোই ঝুট গোদাম হিসেবে ব্যবহার করা হত। এর মধ্যে চারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবন কর্তৃপক্ষের আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে।

তিনি আরও জানান, ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। একদিকে আগুন নেভানো হলে আরেকদিকে আগুন দেখা গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে। যদিও আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে এখনো সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top