লক্ষ্মীপুরে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর উপর দুর্বৃত্তের হামলা
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৪:২৫
লক্ষ্মীপুরে চতুর্থ ধাপে দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার আমিনুল ইসলাম খাঁন আজাদের (৪০) উপর রাতের আঁধারে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় বাম হাতে মারাত্মক জখম হওয়ায় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরেন তিনি।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি বুধবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ থানা এলাকায় হাইওয়ে রোডের পাশে ঘটে। একই দিন বিকাল ও সন্ধ্যায় দত্তপাড়া বাজারে গণসংযোগ চলাকালে হামলার স্বীকার হওয়ার কথা জানান এই চেয়ারম্যান প্রার্থী। আহত আমিনুল ইসলাম খাঁন আজাদ সদর উপজেলা ৯নং দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
আহত আমিনুল ইসলাম খান আজাদ জানান, চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকে নৌকা প্রার্থীর কর্মীরা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাছে। বুধবার তারা সর্বমোট তিন (৩) বার হামলা করে। দত্তপাড়া বাজারে বিকালে ও সন্ধ্যায় হাজার হাজার লোকের সামনে গণসংযোগে বাধা দিয়ে হামলা চালায় নৌকার সন্ত্রাসী বাহিনী।
আবার রাত ৯টার দিকে আইনের আশ্রয় নিতে গেলে চন্দ্রগঞ্জ থানার কাছাকাছি হাইওয়ে রোডের পাশে অন্ধকার স্থানে ৮/১০জন দুর্বৃত্ত পিছন থেকে লোহার রড দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ছেনী দিয়ে কোপ মারলে বাম হাতের বাহুতে মারাত্মক জখম হয়।
এ বিষয়ে নৌকার প্রার্থী কামাল উদ্দিন বলেন, এই হামলার সাথে আমার কোন দলীয় লোক জড়িত নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন চন্দ্রগনজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দ্রুত হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের কথা জানান তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।