শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

হিলি থেকে | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:২২

হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে ডিজিটালের গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top