ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে ছাই

ধামরাই থেকে | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৪৬

ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে ছাই

ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়াল ঘরসহ বসতবাড়ি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্ত ওই পরিবার।

রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের সলিম উদ্দিনের বাড়িতে এই আগুন লাগে। বাড়ির মালিক সলিম উদ্দিন জানান, গোয়াল ঘরে (গরুর ঘর) লাইট জ্বালানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই গোয়াল ঘর থেকে শোবার ঘরে ছড়িয়ে পরে আগুন। আগুনে পুড়ে মারা যায় তিনটি গরু ও ছাই হয়ে যায় বাড়ির সব মালামাল।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই আগুন নিভে গেছে। পরে জানতে পারি সেখানে ৩টি গরু পুড়ে মারা গেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top