শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮

লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন আবদুল গাফ্ফার, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাহবুবুল আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।

এ সময় ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top