রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দোয়ারাবাজারে পাউবোর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩

দোয়ারাবাজারে পাউবোর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সুরমার ইউনিয়নের কানলার হাওরে ২৩ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে ফোল্ডার-৩ এর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ।

এসময় উপস্থিত ছিলেন পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ও উপজেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সচিব আবু সায়েম সাফিউল ইসলাম, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সমসের আলী মন্টু, সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সুরমা ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, কৃষক আশক আলী, জয়নাল আবেদিন, আতাবুর রহমান ফরাজী, আকাশ ফরাজী, আব্দুল হান্নান বাবুল প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top