ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ০৭:২৪
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দেশ ও জাতির জন্য মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধনী ভাষণ, পুলিশ, ছাত্র-ছাত্রীদের কুচ-কাওয়াজ পরিদর্শনসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এরপর ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সমবেত হন সকল স্তরের মানুষ। দিবসটি পালন উপলক্ষে ঘোড়াঘাট পৌরসভা উপজেলা আওয়ালী লীগ, অঙ্গ সংগঠন, ঘোড়াঘাট প্রেস ক্লাব (ওসমানপুর) সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ কর্মসূচি পালিত হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ঘোড়াঘাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।