সিলেটে জমে উঠেছে পর্যটন ব্যবসা

সিলেট থেকে | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০১:৪০

সিলেটে জমে উঠেছে পর্যটন ব্যবসা

বিজয় দিবস ও শুক্র-শনিবার টানা তিনদিনের ছুটি পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পর্যটক ঘুরতে এসেছেন সিলেটে। করোনার কারণে দীর্ঘদিন ধরে সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ীরা মন্দা সময় কাটালেও এবার হোটেলে তারা পর্যটকদের রুম দিতে পারছেন না।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা আসতে শুরু করেন। দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধু-বান্ধব, পরিবার পরিজন নিয়ে বুধবার রাত থেকেই অনেকেই ঘুরতে এসেছেন প্রকৃতিকন্যা খ্যাত সিলেটে। শুক্রবার (১৭ ডিসেম্বর) হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও গাজী বুরহান উদ্দিনের মাজারে অন্যদিনের তুলনায় মুসল্লি ও পর্যটক ছিলেন অনেক বেশি।

এদিকে, নামিদামি বেশিরভাগ হোটেল-মোটেলই বুক হয়ে গেছে আগে থেকে। পর্যটকরা সিলেটমুখী হওয়ায় বেশ খুশি হোটেল-মোটেল ও পর্যটন ব্যবসার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, করোনার কারণে পর্যটন ব্যবসায় কয়েক মাসে যে লোকসান হয়েছে, দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় কিছুটা হলেও এবার সেটা কাটিয়ে উঠবেন।

ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, টানা তিন দিনের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: সিলেট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top