দু-এক দিনের মধ্যেই আসছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০১:৩০
পৌষের শুরুতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এর ফলে আগামী দু-এক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
রবিবার (১৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য। পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া থাকতে পারে শুষ্ক। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকবে কুয়াশা। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমে যাবে আর রাতের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।
তবে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ায় পরিবর্তন আসবে সামান্য। তবে নদী বন্দরগুলোর জন্য কোনো আগাম সর্তকবার্তা নেই।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শৈত্যপ্রবাহ পৌষ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।