দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০০:১৬

দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

এতদিনে আসি আসি করেও শীত আসেনি। কিন্তু পৌষ মাস পরতেই শীত তার আগমন জানান দিচ্ছে বেশ তীব্র ভাবেই। রবিবার রাত থেকে দেশের তিন বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকায়ও এসেছে পুরোপুরি শীতের আমেজ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রবিবারের চেয়ে সোমবার সারাদেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যে তিন বিভাগে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার রাজধানীর তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা রবিবার ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। অন্যদিকে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গায়। সেখানে সোমবার তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top