হিলিতে শীতকালীন সবজির দাম কমেছে তিনগুণ
হিলি থেকে | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০১:১৭
দিনাজপুরের হিলি বাজারে দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি শীতকালীন সবজির দাম কমেছে কেজিপ্রতি তিনগুণ। আর কম দামে সব সবজি কিনতে পারায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া দিনমজুরদের।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগের চেয়ে সব কমেছে তিনগুণ সবজির দাম। ৩০ টাকার ফুলকপি খুচরা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। পাইকারি বাজার তার দাম ৭ থেকে ৮ টাকা। ২০ টাকার বাঁধাকপি ৭ টাকা কেজি, পাইকারি তা ৫ টাকা কেজি। ৪০ টাকার শিম এখন ২০ টাকা কেজি, পাইকারি তার দাম ১৪ থেকে ১৫ টাকা কেজি। ৩০ টাকার বেগুন ১০ টাকা কেজি, পাইকারি বাজারে তার দাম ৬ থেকে ৭ কেজি। ৫০ টাকার নতুন আলুর কেজি বর্তমান ২৫ টাকা কেজি, তা আবার পাইকারি বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে।
এদিকে পুরাতন আলুর কেজি ১৫ টাকা, পাইকারি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা কেজি দরে। ৩০ টাকার মুলা বিক্রি হচ্ছে ৮ টাকা কেজিতে, তা আবার পাইকারি বাজারে ৫ টাকা কেজি। ৩০ টাকার করলা ২৫ টাকা। ১৫০ টাকার গাজর ৪০ টাকা কেজি, পাইকারি বাজারে ৩৫ টাকা কেজি। ৪০ টাকার কাঁচামরিচ ২৫ টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি দিনাজপুর শীতকালীন সবজির দাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।