রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৯
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর ) দুপুর ২ ঘটিকায় উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ওসি(তদন্ত) মনিরুজ্জামান খান, এসআই সাইদুল হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং গ্রামবাসী নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন। মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শরিক হন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, দেশ-বিদেশে অবস্থারত এলাকার পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে তাঁরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার-বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের মৃত রহম আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭০)সোমবার (২০ ডিসেম্বর )সকাল ৬ ঘটিকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সুনামগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।