পটুয়াখালী থেকে ৫ মন ওজনের শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালী থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০১:৩৫

পটুয়াখালী থেকে ৫ মন ওজনের শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর কলাপাড়া বাজার থেকে ৫ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জব্দ করা হয় মাছটি। এ সময় মাছটি এক নজর দেখতে বাজারে ভিড় জমায় স্থানীয় লোকজন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর) রাতে জেলার মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী কলাপাড়া বাজারে মাছটি বিক্রি করতে আনেন। সকালে বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লার নির্দেশে মাছটি জব্দ করা হয়। মাছটির ওজন আনুমানিক ৫ মন হতে পারে।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১২-এর ৩৪ (খ) ধারা মোতাবেক জব্দ করা হয়েছে এই শাপলাপাতা মাছটি। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশ পেলে মাছটি মাটিচাপা দেওয়া হবে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top