এবার মুরাদের বিরুদ্ধে মাগুরায় মামলা

মাগুরা থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৫০

এবার মুরাদের বিরুদ্ধে মাগুরায় মামলা

জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে মাগুরায়।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাগুরা জেলার সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান বাদী হয়ে জুডিশিয়াল-১ আদালতে এ মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রোকনুজ্জামান খান বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা যে কোন নারীর জন্য মর্যাদা হানিকর।

তিনি আরো বলেন, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা বলে জিয়া পরিবারকে দেশের মানুষের কাছে হেয় করেছেন। তাই ডা. মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলাটি করেছি। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন জবানবন্দি গ্রহণ করে ৪ জানুয়ারি মামলার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মাগুরা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top