৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরিতে জ্বালানী পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:১০

৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরিতে জ্বালানী পরিবহন বন্ধ

ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরিতে জ্বালানী পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে এ কর্মসূচি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্মতা প্রকাশ করে সভা করা হয়।’

এর আগে ফরহাদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্য বক্তব্য করেন সংগঠনের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি এম মাহ্বুব আলম, জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, শেখ মিরাউল ইসলাম প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top