বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ইব্রাহীম (২৪) নামে এক বাংলাদেশি যুবক।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ইব্রাহীমের বাড়ি মোল্লাটলা গ্রামের ঢুলিপাড়ায়। তার বাবার নাম আবু তাহের। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে ভারতের সীমান্ত এলাকায় বাগিচাপাড়া নামক স্থানে ইব্রাহীমকে বিএসএফ গুলি করে। এরপর তাকে ভারতের মালদহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন তার মরদেহ ৭০ বিএসএফের শশানী ক্যাম্পে আছে।’
তিনি জানান, বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ইব্রাহীমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে বিএসএফ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ বিএসএফ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।