হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হিলি থেকে | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:১৭

হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব ভাষার চর্চা এবং সংস্কৃতি ধরে রাখতে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী হয়ে গেলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বুধবার (২২ ডিসেম্বর) হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের জামতলী এলাকায় আদিবাসী সংস্থা এনডিএফের আয়োজনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জায়গার ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী দল অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে মি.মাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন ফুলবাড়ি এনডিএফের ম্যানেজার মি.নিকানোর বাসকে। এসময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা এনডিএফের ম্যানেজার মারকুস সরেন ও মিসেস রুপবর্তী তির্কীসহ অনেকে।

হাকিমপুর উপজেলা এনডিএফের ম্যানেজার মারকুস সরেন বলেন,হিন্দি ও বিভিন্ন সংস্কৃতির কারনে হারিয়ে যেতে বসেছে আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে প্রতিবছরের ন্যায় এবারো আমরা নিজেদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছি।এতে আমাদের সম্প্রদায়ের সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। আমরা চাই আমাদের সংস্কৃতি হাজারো ভিড়ের মাঝে টিকে থাকুক।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top