রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

প্রায় একশ কোটি টাকার রাজস্ব ফাঁকি রুখে দিয়েছে চট্টগ্রাম বন্দর কাস্টমস

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০১:৩৬

প্রায় একশ কোটি টাকার রাজস্ব ফাঁকি রুখে দিয়েছে চট্টগ্রাম বন্দর কাস্টমস

চট্টগ্রামে বন্দর কাস্টমস কর্তৃপক্ষ প্রায় একশ কোটি টাকার রাজস্ব ফাঁকি রুখে দিয়েছে। চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যমানের সিগারেটের জাল ব্যান্ড রোল (স্ট্যাম্প) আটক করেছে তারা।

আরাফাত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে ছাপিয়ে মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে এসব ব্যান্ডরোল। বুধবার (২২ ডিসেম্বর) জাল ব্যান্ডরোলসহ আটক করা হয় কন্টেইনার। চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবিলি রোডের ১২৮, কাদের টাওয়ারের চতুর্থতলার আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজের নামে একটি কন্টেইনার পণ্য বন্দরে আসে। ঘোষণা ছিল এতে এ ফোর সাইজের পেপার অল পারপাস, ডিডিজি এমডব্লিউ ৮০জিএসএম। এ চালানের বিপরীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেড জুবিলি রোড থেকে এলসি ইস্যু হয়েছিল ৮ নভেম্বর।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে প্রায় একশ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top