সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কক্সবাজারে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব

কক্সবাজার থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০২:৫০

কক্সবাজারে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব

কক্সবাজারে গণধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব

কক্সবাজার ঘুরতে গিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করেছে র‍্যাব। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলে এ ঘটনা ঘটে।

শনাক্ত দুই যুবক হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার জয়া। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। র‍্যাব জানিয়েছে, আশিক চার মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top