দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ কিমি দীর্ঘ যানজট

পাটুরিয়া থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৫:০৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ কিমি দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানবাহনের চাপ বেড়েছে। আটকে থাকা যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ ১২ কিমি যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে বন্ধ করা হয় ফেরি চলাচল। টানা ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হলে এ যানজটের সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশাকালীন পাটুরিয়াঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি গোলাম মওলা দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। ফেরিটিতে ২০-২২টি বিভিন্ন যানবাহন ও কয়েকশ যাত্রী আটকা পড়েন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। আটকে থাকা যানবাহনের মধ্যে যাত্রীবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top