হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

হিলি থেকে | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

২০ বিজিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএ_ফকে মিষ্টি উপহার দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্টে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন বিএসএফের ১৮০-কোম্পানি কমান্ডার এসি সীমা সিংহের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন জানান,জয়পুরহাট-২০ বিজিবি’র ব্যাটালিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি। 

তিনি আরও জানান, বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গুলোতে দুই বাহিনীর পক্ষ এ ধরনের শুভেচ্ছা বিনিময় আমরা করে থাকি,এতে সীমান্ত দায়িত্ব পালনে সৌহাদ্য, ভ্রাতৃত্ব বজায় রাখে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top