সাতছড়ি উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:০০
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
জানা গেছে, এখনো অব্যাহত আছে উদ্ধার অভিযান। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গোপন সংবাদ আসে, ওই উদ্যানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হচ্ছে।
এর পরে গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে সেখানে ঢাকার একটি বিশেষদল অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হবিগঞ্জ সাতছড়ি জাতীয় উদ্যান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।