লক্ষ্মীপুরে ভোট বাক্স নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ ও আনসারসহ আহত ১০

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:১৬

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচন ফলাফল ঘোষণা, ভোট বাক্স নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ ও আনসারসহ আহত-১০

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৫ ইউনিয়নের মধ্যে ৩টিতে ইভিএম বাকী গুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে নৌকার প্রার্থী ৬ জন - চরশাহী জাহাঙ্গীর আলম রাজু, উত্তর জয়পুরে মিজানুর রহমান, টুমচরে নুরুল আলম লোলা, দত্তপাড়া কামাল উদ্দিন, চর রমনী ইউছুপ সৈয়াল, শাকচর মাহফুজ মাস্টার, বিদ্রোহী ৭ জন- ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, উত্তর হামছাদী নজরুল ইসলাম, মান্দারীতে রুবেল পাটোয়ারী, হাজির পাড়ায় বাবুল পাটোয়ারী, দিঘুলী ইসমাইল হোসেন, কুশাখালী আবদুল করিম, চন্দ্রগঞ্জ নুরুল আমিন, স্বতন্ত্র ২ জন- পার্বতীনগর ওয়াহিদুর রহমান পাটোয়ারী, বশিকপুরে মাহফুজ রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হন।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণা দিয়ে ফেরার পথে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশ ও আনসারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার পরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ হামলার শিকার হন তারা। পরাজিত মেম্বার আব্বাছ হোসেনের (তালা প্রতীকের) সমর্থকরা এ হামলা চালায় বলে আহতরা জানান। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ও নির্বাচনী দায়িত্ব পালনকারী আহতরা জানান, ভোট গণনার পর ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরার পথে তালা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য এ এস আই হামিম, মাহবুবু, শামছুল ইসলাম, আনসার সদস্য শাহিনুর বেগম, আলেয়া বেগম, পিয়ারা বেগম, রুমা আক্তারসহ ১০ জন আহত হন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top