৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের ট্রেন চলাচল

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:১০

৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের ট্রেন চলাচল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের প্রায় ৪ ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথা ট্রেনের সঙ্গে ঘটে এই সংঘর্ষের ঘটনা। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, রাতে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বারবকুণ্ড রেল ক্রসিংয়ে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে। বুধবার ভোর রাত ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top