দিনাজপুরে বৃষ্টিপাত হয়েছে ৫ মি.মি.
দিনাজপুর থেকে | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০১:০২
দিনাজপুরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে পাঁচ মিলিমিটার। এতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তোফাজ্জেল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫থেকে ৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গেলে ।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দিনাজপুর জেলায় বৃষ্টিপাত হয়েছে ৫.২ মিলিমিটার। এছাড়া সৈয়দপুর ৪, তেঁতুলিয়ায় ৩.৫, রংপুরে ৩.২ ও কুড়িগ্রামে ১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আজ সৈয়দপুরে ১৪.২, রংপুরে ১৫, শ্রীমঙ্গলে ১১.৮, তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।