ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুর থেকে | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০৪:২৩
গাজীপুর কালিয়াকৈরে নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন ঠিক হওয়ায় প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
শনিবার (১ জানুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন অফিসার রেজাউল ইসলাম। তিনি জানান, ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিলো। গাজীপুর কালিয়াকৈর হাইটেক স্টেশন পার হলে দুপুর সাড়ে ১২ টার দিকে বিকল হয়ে যায় ওই ট্রেনটির ইঞ্জিন।
পরে ইঞ্জিন সচল হলে দুপুর দেড়টার দিকে আবারো শুরু করে ট্রেন চলাচল।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: গাজীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।