করোনাভাইরাস
মৃত্যুহীন ২০ দিন পার করল চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০১:১৭
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৩ জন। গেল একদিনের তুলনায় কিছুটা বেশি এ সংখ্যা। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
সোমবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া গেছে এসব তথ্য। এ নিয়ে গেল ২০ দিন মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৮১ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জনে এসে ঠাঁই নিয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ২৩ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ১৫ জন নগরের আর ৮ উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৮১ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জনে এসে ঠাঁই নিয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: চট্টগ্রাম করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।