ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া থেকে | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০৫:০২

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ব্যাহত হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় ঘনকুয়াশায় দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যাওয়ায় ১ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৮.১০ মিনিট থেকে সকাল ৯.১০ মিনিট পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো। ৯.১০ এর পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় শুরু হয় ফেরি চলাচল। ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পারপারের অপেক্ষায় সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে অপেক্ষায় আছে যাত্রীবাহী বাস। এছাড়াও প্রায় তিন কিলোমিটার অংশ জুড়ে রয়েছে পচনশীল পণ্যবাহী ট্রাকের সারি।

বিআইড‌ব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক থাক‌লে দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপও ক‌মে আস‌বে। বর্তমা‌নে এই রু‌টে ছোট বড় মিলিয়ে ১৫টি ফে‌রি চলাচল কর‌ছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top