• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জাল ভোট দেওয়ায় তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০২:২৬

জাল ভোট দেওয়ায় তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় মোহাম্মদ বাদশা (২০) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে দেওয়া হয় আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের ভ্রম্যমাণ আদালত এই রায় দেন। সাজাপ্রাপ্ত বাদশা সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রিপন সরকার নামের এক ব্যক্তির হয়ে ভোট দিতে যান বাদশা।

এ সময় তাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। ভোট দেওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ব্যালট পেপার সংগ্রহ করে অন্য আরেক জনের ভোট দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০ (১) (গ) ধারায় বাদশাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০ (২) ধারায় ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয় বাদশাকে। অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে তাকে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top