কর্ণফুলী নদীতে আটকা পড়েছে অয়েল ট্যাংকার ‘ওটি ফজিলত’
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০২:৫০
ঘন কুয়াশায় কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলের পাথরের বাঁধে অয়েল ট্যাংকার ‘ওটি ফজিলত’ আটকা পড়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে গন্তব্যে যাওয়ার সময় ভোর ৬টার দিকে বাঁধে আটকে যায় ট্যাংকারটি। চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
বন্দর সূত্র জানায়, অয়েল ট্যাংকার ‘ওটি ফজিলত’ ভোরে তেল লোড করে ডলফিন জেটি ত্যাগ করার সময় ঘন কুয়াশার কারণে বন্দর চ্যানেলে পাথরের বাঁধে আটকে যায়। এতে ট্যাংকারটি এক পাশে কাত হয়ে আসে। বর্তমানে নদীতে ভাটা রয়েছে দুপুরে জোয়ারের পানি বাড়লে ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে বন্দর সূত্রে জানা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।