পার্বতীপুরে করতোয়া নদী খননের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ০৭:৩৯
দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদী খননের কাজ বন্ধ করে দিল ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে এলাকাবাসী সমবেত হয়ে নদী খনন কাজ বন্ধ করে দেন।
এ সময় ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। এ জন্য গাড়ীর ড্রাইভার ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে।
পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী খেনপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে পারুল (৬০), কনিকা (৪০), শ্যামলী (৩০), বিকাশ চন্দ্র (৬৫), মিনতি রানী (৩৫) সহ অনেকে জানান, নদীর খননে মাটি তুলে নদীর দুইপাড়ে রাখার নিয়ম থাকলেও তারা নদীর পাড়ের সংলগ্ন ফসলি আবাদী জমিতে মাটি ফেলে আলু, ধানের চারা, বিভিন্ন গাছপালা নষ্ট করে ফেলছে। আমরা অনেকবার বাধা দেয়া সত্ত্বেও তারা শোনেনি। তাই আমরা এই নদী খনন চাই না, আমাদের জমি ও ফসলের ক্ষতিপূরন চাই। তাই নদী খনন কাজ বন্ধ করে দিয়েছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। এলাকাবাসী ক্ষতিপুরনের দাবীতে কাজ বন্ধ করে দিয়েছে। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা-কর্মচারীকে পাইনি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।