শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে রোজ বাড়ছে করোনার সংক্রমণ

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০৩:১১

চট্টগ্রামে রোজ বাড়ছে করোনার সংক্রমণ

চট্টগ্রামে করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। সর্বশেষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০৪ জন রোগী পাওয়া গেছে।

রবিবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব তথ্য পাওয়া যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেটে এসব নিশ্চিত করে জানান, এদিন সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরের বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৮৪ জনে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩৪ জনে ঠাঁই নিয়েছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০৪ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮৮ জন নগরের আর ১৬ উপজেলার বাসিন্দা।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top