দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখল প্রচেষ্টার অভিযোগ

দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০৪:৫৫

দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখল প্রচেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক প্রবাসীর ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৬ জানুয়ারি সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন প্রবাসীর পিতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের পুত্র সৌদিআরব প্রবাসী আক্কাছ আলী একই ইউনিয়নের উরুরগাঁও মৌজার ৩২ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক। এজাহারে উল্লেখ করা হয়, আক্কাছ আলী ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি ৩০২ নম্বর রেজিস্ট্রি দলিলে উরুরগাও গ্রামের মোঃ তালেব আলী ও বাবুল মিয়ার কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। গত ২ জানুয়ারি তালেব আলীর কন্যা ইয়াছমিন বেগম ও তাঁর লোকজন আক্কাছ আলীর জমি বেদখল করার চেষ্টা চালায় এবং জমি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

মামলার বাদী আব্দুর রহিম বলেন, 'আমার ছেলের ক্রয়কৃত জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে ইয়াছমিন বেগম ও তাঁর লোকজন। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তা হীনতায় রয়েছি। আমি আইনের দারস্থ হয়েছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামী ইয়াছমিন বেগম তাঁর ওপর আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, 'আমি আব্দুল মালেকের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি ভোগদখল করে আসছি। কাজের সূত্রে ১৮ বছর আমি ঢাকায় অবস্থান করি। পরে বাড়িতে এসে জমিতে ঘর তুলতে গেলে উরুর গাও গ্রামের আব্দুর রহিম বাধা দেন এবং আমার ক্রয়কৃত জমির মালিকানা তাঁর বলে তিনি দাবি করছেন। এরপর ভূমি অফিস থেকে জমির কাগজপত্র সংগ্রহ করে দেখি জালজালিয়াতির আব্দুর রহিম তাঁর ছেলের নামে নিয়ে গেছে। আমি আমার নিজস্ব জমিতেই ভোগদখলে আছি।'

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দোয়ারাবাজার থানার এএসআই আছকির মিয়া জানান, 'বিজ্ঞ আদালত উভয়পক্ষকে আগামী ২৪ ফেব্রুয়ারি জমির কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার নোটিশ প্রদান করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে নালিশা ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এব্যাপারে উভয় পক্ষের সাথে আলাপ করেছি।'

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top